| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানের হামলায় বন্ধ হলো ইসরাইলি রেল স্টেশন; ৬০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে তেহরানে হামলা


ইরানের হামলায় বন্ধ হলো ইসরাইলি রেল স্টেশন; ৬০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে তেহরানে হামলা


শেখ আশরাফুল ইসলাম     20 June, 2025     10:39 AM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইরান।  ইসরাইলি রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ারশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তর স্টেশনটি এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্টেশনটি তেল আবিব থেকে বিয়ারশেবা-ডিমোনা টার্মিনাস পর্যন্ত আন্তঃনগর লাইনটি সংযুক্ত। 

এদিকে ইরানের রাজধানী তেহরানে ৬০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

তারা আরও জানায়, তেহরান এলাকায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য ব্যহহৃত বেশ কয়েকটি স্থাপনায় ইতোমধ্যে হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত কয়েকদিন ধরে ইরান জুড়ে দখলদার ইসরাইলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা।